আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষীয়ান জননেতা শামসুর রহমান খান শাহজাহান খানের স্মরণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নব নির্বাচিত এমপি আতাউর রহমান খানের বড় ভাই ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটাইল পৌর আওয়ামীলীগের উদ্যোগে ঘাটাইল বাসষ্ট্যান্ড ও দিগলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হামিদপুরে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিয়ার উদ্দিন মিয়ার সভাপতিত্বে দিঘলকান্দি ইউনিয়ন আ’লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান খান ফারুক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলমগীর খান মেনু,শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হকআলমগীর,সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা,ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘর ও দিঘলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ,হামিদপুর ট্রাক শ্রমিক সভাপতি জাকির হোসেন খান রতন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মফেল উদ্দিন তালুকদার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো.স¤্রাট খান,ছাত্রলীগ নেতা এনামুল হক খান রাসেল(কালিয়াগ্রাম),দিঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জনি প্রমুখ। অপর দিকে শামসুর রহমান খান শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাসস্ট্যান্ড চত্বরে পৌর আওয়ামীলীগের আয়োজিত স্বরনসভায় প্রায় ৫শতাধিক নেতাকর্মী নিয়ে ঘাটাইল বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শামীম খান যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু,ঘাটাইল পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিতে আয়োজিত স্বরনসভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, আওয়ামীলীগ নেতা মোত্তালিব হোসেন প্রমুখ।
যোগদানকারী বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান শামীম খান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় অংশীদার হতেই তিনি আওয়ামীলীগে যোগদান করেছেন।
এটাও চেক করতে পারেন
ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসা শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসার নাজরানা …