লোকাল নিউজ ডেস্ক : আজ সন্ধ্যায় জানা যাবে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে হবে। আজ বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। গতকাল ইসলামিক চাঁদ দেখা ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির প্রধান ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের ঈদুল আজহার চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে বলা হয়েছে।টেলিফোন- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।