নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাস উল্লাহ সিকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন এর আয়োজনে ভূঞাপুর প্রেসক্লাবে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলীম আকন্দ। এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খাঁন, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, সহ-সভাপতি, সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, দপ্তর ও পাঠাগার সম্পাদক কোরবান আলী তালুকদার ও ফরমান শেখ, কার্যকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান। এছাড়া সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ মাসুদুল হক টুকু, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ আব্দুর রহিম মিয়া, মোঃ রফিকুল ইসলাম রবি, খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান, আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, সৈয়দ মিঠুন, রাজু আহমেদ, নাসির উদ্দিন রিপন প্রমুখ।