নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে পেঁয়াজের বাজারের আগুন থামতে না থামতেই এবার লবনের বাজারে আগুন ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে বাজারে গুজব ছড়িয়ে পড়ে ঢাকাতে প্রতি প্যাকেট লবন ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এ গুজব দ্রুত পাড়া মহল্লার মুদি দোকানেও ছড়িয়ে পড়ে।এতে বড় থেকে ছোট দোকানের সকল লবন ফুরিয়ে যায়। নারী-পুরুষরা লাইনে দাঁড়িয়ে ৩৫ টাকার লবন ৬০ টাকা কিনছে। কেউ ৫ প্যাকেট কেউ ১০ প্যাকেট পর্যন্ত লবন নিচ্ছে। ভূঞাপুর বাসস্ট্যান্ডের কামাল স্টোর থেকে লবন কিনতে আসা ঘাটান্দি মহল্লার রোজি,আঁখিসহ ৪/৫ জন মহিলাকে জিজ্ঞাসা করা হলে কেন তারা বেশী লবন কিনছেন? উত্তরে বলেন,পেঁয়াজের দাম কেজি আড়াশ টাকা হলে লবনের দাম ১শ টাকা প্যাকেট হতে কতক্ষণ।
কামাল স্টোরের মালিক কামাল হোসেন জানান,জনগন লবনের দাম বৃদ্ধির গুজবে যেভাবে লবন কিনছে তাতে দু ঘন্টাতেই তার দোকানের সব লবন শেষ হয়ে যাবে।
বাজারের বিসমিল্লাহ স্টোরের ফরহাদুল ইসলাম বলেন,হঠাৎ করেই সকাল থেকে লবনের চাহিদা বেড়ে যায়। লোক জন লবনের জন্য ভীড় করতে থাকে। তবে এক প্যাকেটের বেশী কাউকেই দিচ্ছিনা।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন,‘লবনের দাম বৃদ্ধির গুজব শুনে বাজারে গিয়ে দোকানীদের সতর্ক করেছি কেউ যেন বেশী দামে এবং কাউকে বেশী পরিমানে লবন না দেয়। আর বণিক সমিতি ও ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে তারা যেন মাইকিং করেন যাতে জনগন লবনের দাম বৃদ্ধির গুজবে কান না দেন।’