কমতে শুরু করেছে ভূঞাপু‌র যমুনা নদীর পানি


লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাই‌লের ভুঞাপু‌র উপজেলায় যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। শুক্র ও শনিবার গত দুইদিন ধরেই যমুনা নদী এলাকায় পানি কমতে দেখা গেছে।ইতোমধ্যেই ভাঙ্গন ঝুকি অনেকটাই কমেছে এ এলাকায় ফলে বানবাসির মনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।তবে পানি কমার সাথে সাথে পানি বাহিত রোগ দেখা দিবে এমনটাই ধারনা করছেন এলাকার লোকজন।
গাবসারা গ্রামের বানবাসি তোফাজ্জল হোসেন বলেন, পানি কমতেছে কিন্তু বাড়ি থেকে পানি নামে নাই এইভাবে কমতে থাকলে বাড়ি থেকে পানি নেমে যাবে।


স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ভুঞাপুরে যমুনা নদীর পা‌নি দুই সে‌ন্টি‌মিটার ক‌েম বিপদসীমার ৯৭ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য় বইছে। অথচ শুক্রবার ১১টার দিকেও এই পয়েন্টে পা‌নি ‌বিপদসীমার ৯৯ সে‌ন্টি‌মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।টাঙ্গাইলের পাউবো’র নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, শুক্রবার বিকেলের পর থে‌কে যমুনা নদী‌ত কিছুটা পা‌নি হ্রাস পে‌য়ে‌েছ। ধারণা করা হচ্ছে, দুইদিন ধরে পা‌নি যেভাবে কমছে এরপর আরও কমবে আসা করছি।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.