কয়েলের আগুনের পুড়ে গেছে বসত বাড়িসহ ঘরে থাকা গরু, ছাগল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরেআগুনে গরু ছাগল ও মুরগি পুড়ে বাড়ির আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।দেখে মনে হচ্ছে এ যেন আগুনে ধ্বংস লীলা চলেছে কথা না বলা এই পশু প্রাণীদের উপর। শুক্রবার (৩এপ্রিল) মধ্যরাতে উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের শহর আলীর বাড়িতে কয়েলের আগুনের এই ঘটনা ঘটে।

আগুনে শহর আলীর শুধু বসত ঘর নয় পুড়েছে ৮টি গরু, ৮টি ছাগল ও বেশ কয়েকটি মুরগি।

সরেজমিনে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া গরু, ছাগল ও মুরগিগুলো বাড়ির আঙ্গিনায় ছিটিয়ে রয়েছে। এরমধ্যে তিনটি গরুর ৬০শতাংশ পুড়ে গেছে। পুড়ে যাওয়া প্রাণীগুলো ব্যাথার যন্ত্রণায় ছটফট করছে। আগুনে পুড়ে বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে শহর আলী তার পরিবার নিয়ে।

উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের শহর আলী ওরফে সুরু বলেন, প্রতিদিনের মত ওইসব পশু প্রাণী ঘরে বেঁধে রাখা হয়। রাতে মশার যন্ত্রণা থেকে মুক্তির জন্য কয়েল লাগিয়ে দেয়া হয় ঘরে। রাত ১টার দিতে হঠাৎ আগুনে মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়িসহ ঘরে থাকা গরু, ছাগল ও মুরগিগুলো।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.