ঘাটাইল প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ। এ সময় তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য দোকান মালিকদের অনুরোধ জানান।

শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী তিনি ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকা, বাজার রোড এবং ঘাটাইল বাজারে ভাইরাসটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঘাটাইল পৌরসভার আয়োজনে এ কার্যক্রম চালানো হয়।
এ সময় পৌরসভার মেয়র ঘাটাইল বাজারের বিভিন্ন দোকান মালিকের সাথে কথা বলে করোনা ভাইরাস সম্পর্কিত বিষয়ে আতঙ্কিত হয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার অনুরোধ জানান। সে সময় তিনি অহেতুক দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে সকলকে সতর্ক করেন।