করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মারা গেছেন।

শুক্রবার (১৮ জুন ) সকালে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে চিকিৎসা শেষ না করেই তিনি বাড়ী চলে আসেন। পরে গত রাতে শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় তাকে মধুপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে ৪৩.২৮ ভাগে দাঁড়িয়েছে। গেলো ২৪ ঘন্টায় ৩৩৫ টি নমুনা পরীক্ষায় ১৪৫ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৭০ জনে। আর এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৯৭ জন।বিধিনিষেধ চলমান থাকার পরও জেলার হাটবাজার ও শপিংমলগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কালিহাতিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত-২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (৩০) নামে এক চালক নিহত …

Leave a Reply

Your email address will not be published.