কালিহাতিতে কুপিয়ে বাবাকে হত্যা ! ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতীতে মান‌সিক প্রতিব‌ন্ধী ছে‌লে তার বাবাকে মেরে ফেলেছে। নিহত ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। 

সোমবার (০১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে রাশেদ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ । 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎই কুড়াল দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায়, সে তার বাবাকে মেরে ফেলেছে। বিষয়টি মাইকে প্রচার করার জন্য বলেন।

এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার করে এবং রাশেদকে গ্রেপ্তার করে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কা‌লিহাতী‌ মহাসড়‌কে পিকআপ উ‌ল্টে নিহত-৩ আহত-১৫

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মহাসড়‌কে পিকআপ উ‌ল্টে ৩ জ‌ন নিহত হ‌য়ে‌ছেন। এ‌তে আহত হ‌য়ে‌ছেন কমপ‌ক্ষে …

Leave a Reply

Your email address will not be published.