নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নগরবাড়ি গ্রামের (অব:)পুলিশ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন তালুকদার রবিবার রাত সাড়ে ১২ টার দিকে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করিয়াছেন।

ইন্না….রাজিউন।সোমবার(২৯ নভেম্বর)বেলা ১১ টায় গার্ড অব অনার দিয়ে নগরবাড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী,৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন,কালিহাতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজারুল ইসলাম তালুকদার ঠান্ডু,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিজানুর রহমান,অফিসার ইনচার্জ মো:ফিরোজ তালুকদার ও নবনির্বাচিত চেয়ারম্যান মো: মাসুদ তালুকদার।তার জানাযা নামাজে অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।