কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন অসুস্থ হয়েছেন। বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত আনন্দ পাল উত্তর বেতডোবা পালপাড়া গ্রামের দিনু পালের ছেলে এবং গোপাল চন্দ্র পাল ওই গ্রামের ভজন পালের ছেলে।

কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু
কালিহাতীতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

 এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, ৮ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার বিজয়া দশমীর দিন বেতডোবা পালপাড়া গ্রামের আনন্দ পাল, গোপাল চন্দ্র পাল এবং টোকন পাল একসঙ্গে মদপান করেন। এতে একপর্যায়ে আনন্দ পাল এবং গোপাল চন্দ্র পাল অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আনন্দ পাল বাড়িতে চলে যায় এবং অপরদিকে উন্নত চিকিৎসার জন্য গোপাল চন্দ্র পালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার রাতে আনন্দ পাল মারা যান এবং বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপাল চন্দ্র পালের মৃত্যু হয়। এ ছাড়া এদিকে অতিরিক্ত মদপানের ফলে ওই গ্রামের টোকন পাল বুধবার রাতে অসুস্থ হন। পরে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *