নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১২টি বাংলা ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি শাহরিয়ার রহমান বলেন, লৌহজং নদীতে আজকে অভিযান চালিয়ে যতগুলো বাংলাড্রেজার পেয়েছি সবগুলো ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে ।