নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে এক হাজার তিন পিস ইয়াবা জব্দরসহ জলিল (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৯০০ টাকা বলে জানিয়েছে র্যাব। রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার রাজাবাড়ী রেলক্রসিং নামক স্থান থেকে ইয়াবাগুলো উদ্ধার ও জলিলকে আটক করা হয়।টাঙ্গাইলের র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদর ভিত্তিত অভিযান চালিয়ে এক হাজার তিন পিস ইয়াবাসহ মাদক কারবারি জলিলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত যুবক জলিল উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করত। তিনি উপজেলার ওই এলাকার(কালিহাতী) মৃত আব্দুল জুব্বারের ছেলে।