কালিহাতীতে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে কালিহাতীতে ৩৩৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (৪ সেপ্টেম্বর) ভোরে কালিহাতী উপজেলার লিং রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত টাঙ্গাইলের মধুপুর উপজেলার মোল্লা বাড়ী গ্রামের হাতেম আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫)। এ সময় ৩৩৫ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ৩ হাজার ৫০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার কালিহাতী থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিলো। পরে তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা করা হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে ট্রাকের পেছনে ডিমবোঝাই পিকআপের ধাক্কা, চালক ও হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ট্রাকের পেছনে ডিমবোঝাই পিকআপের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *