কালিহাতীতে খেলনা তুলতে গিয়ে লাশ হল দুই শিশু

 

নিজস্ব প্রতিবেদক : কালিহাতীতে খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর ) সকাল সাড়ে ৮টায় কালিহাতীর এলেঙ্গার বানিয়াবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত নাহিদ ওই এলাকার জাহিদ হোসেনের ছেলে ও আবির ওই এলাকার আবু বক্করের ছেলে।

এ বিষয়ে এলেঙ্গার পৌর মেয়র নূরে-আলম সিদ্দিকী বলেন, সকালে দুই শিশু খেলছিলো। এ সময় তাদের খেলনাটি বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। খেলনাটি তোলার জন্য দুজনেই ডোবায় নামলে তারা আর উপরে উঠতে পারেনি। কিছুক্ষণ পর তাদের মরদেহ ভেসে উঠলে প্রতিবেশীরা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মাদরাসা থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.