নিজস্ব প্রতিবেদক: মাছধরা জাল কিনতে এসে কালিহাতী উপজেলার সয়া বাজারে ছেলেধরা সন্দেহে পাবলিকের গণপিটুনির শিকার হন ভ্যান চালক মিনু মিয়া (৩০)। সে ভূঞাপুর উপজেলার বন্যা কবলিত টেপিবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে। রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর সয়া হাটে মাছধরা জাল কিনার সময় কথপো কথনের একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভ্যান চালক মিনু বর্তমানে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল হাসপাতালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় এলাকার লোকদের দাবী,“তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার আহ্বান।সেই সাথে প্রানের নেতা সোহেল হাজারী এমপির হস্তক্ষেপ কামনা যাতে করে ভবিষ্যতে এধরনের ঘটনা না ঘটে”।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদস্ত করে দেখা হবে। তবে সতর্ক থাকতে হবে নিরঅপরাধ লোক যেন গনধোলাইর স্বীকার না হয়। কোন অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবেনা।