কালিহাতীতে বালুর স্তুপে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকার চর নামকস্থানে বালুর স্তুপ থেকে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে লাশটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতুপূব থানা পুলিশ। সে কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামের হাজী হেলাল উদ্দিনের ছেলে। আব্দুর রাজ্জাক ৮/৯ দিন যাবত নিখোঁজ ছিল।
বঙ্গবন্ধু সেতুপূব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান,কালিহাতী উপজেলার জোকার চর নামকস্থানে ম্যাজোসটিকা হোল্ডিং লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমির বালুর স্তুপে শনিবার সকালে কুকুরের উপস্থিতি দেখতে পায় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসময় নিরাপত্তাকর্মীরা বিষয়টি পুলিশে খবর দেয়।পুলিশ ওই স্থানে পৌছে বালুর স্তুপ থেকে অজ্ঞাত হিসেবে গলিত লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে অজ্ঞাত ব্যক্তির লাশের সংবাদ পেয়ে নিখোঁজ আব্দুর রাজ্জাকের স্বজনরা উপস্থিত হয়ে তাকে সনাক্ত করেন।সে পিকাপ ভ্যান চালক ছিল।এবিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

মায়ের জানাযায় অংশ নিতে পারেনি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু

নিজস্ব প্রতিবেদক :প্যারোলে মুক্তি না পাওয়ায় মায়ের জানাজায় অংশ নিতে পারেনি সাবেক উপমন্ত্রী ও বিএনপির …

Leave a Reply

Your email address will not be published.