কালিহাতীতে বাস চাপায় আনছের সরকার নামের এক পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় আনছের সরকার নামের এক পথচারী নিহত হয়েছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনছের সরকার উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের মৃত মোমতাজ আলী সরকারের ছেলে।ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আয়ুবুর রহমান জানান, মহাসড়কের সল্লা এলাকায় আনছের নামের ওই পথচারী সড়ক পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে গেছে। ঘাতক বাসটিকে সনাক্ত বা আটক করা যায়নি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.