নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের নির্দেশনায় এবং ইউএনও কালিহাতি এর তত্ত্বাবধানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

বুধবার (০৩ জুন) দুপুর ২টায় কালিহাতি উপজেলার এলেঙ্গায় এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এলেঙ্গার বাঁশিতে অবৈধভাবে লৌহজং নদী হতে বালু উত্তোলনের সময় প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের দুটি এক্সেভেটর জ্বালিয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা।
ইউএনও কালিহাতি বলেন, কালিহাতিবাসীকেই অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, সরকার ও জনগণের স্বার্থ রক্ষার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।