কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক সহ নিহত ৩

আঃ রশিদ তালুকদার : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে শুক্রবার(৯ নভেম্বর) সকালে দ্রুতগামী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। যাত্রী দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছলে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি সিএনজি চালিত অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়। সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.