কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে চা-পান খেতে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি বাস চাপায় ইরফান মিয়া (৫৫) নামে ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বেলা ৩ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত ট্রাক চালক ইরফান মিয়া কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মৃত কলিমুদ্দিন ওরফে বাবর আলীর ছেলে।স্থানীয়রা ও পুলিশ জানায়, কালিহাতীর পৌলী এলাকায় ট্রাক রেখে ইরফান মিয়া চা-পান খেতে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মাদরাসা থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.