নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ১৭৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ মার্চ) দুপুরে কালিহাতী উপজেলার কুস্তুরিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো ওই গ্রামের শ্যামল চন্দ্র ৩২, মো. রফিকুল ইসলাম (৩৮) ও মো. মুসলিম উদ্দিন। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, রাতে এসআই নুরুজ্জামান বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করেন। মঙ্গলবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।