নিজস্ব প্রতিবেদক: কালিহাতী উপজেলার নারান্দিয়া টি.আর.কে.এন স্কুল এন্ড কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ক্লাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টারদিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্লাশ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মো. মোজহারুল ইসলাম তালুকদার। অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্যেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ও আজীবন দাতা সদস্য শুকুর মামুদ,কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুস সামাদ,গভর্নিং বডির সাবেক সদস্য চন্ডিচরণ তালুকদার। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মো.মিনহাজ উদ্দিন তালুকদার মো. রমজান আলী,মো.মানিক মিঞা,আওয়ামীলীগ নেতা মো.সাদেকুর রহমান তালুকদার,কলেজ শিক্ষক পরিষদের আহবায়ক ও সহকারি অধ্যাপক অসিত কুমার মোদক,ভর্তি কমিটির আহবায়ক ও সহকারি অধ্যাপক সুবীর কৃষ্ণ তালুকদার, সহকারি অধ্যাপক সমীর কুমার মোদক,সহকারি অধ্যাপক মো.আনোয়ার হোসেন,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক মন্ডলী ও নবাগত শিক্ষার্থীবৃন্দ।
