কালিহাতী প্রেসক্লাবের সভাপতির স্ত্রীর ইন্তেকাল

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী  প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের স্ত্রী মাহমুদা ইয়াসমীন রুবি (৪৮)ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া …. রাজিউন।সোমবার (২৮ অক্টোবর) সকাল সাতটায় টাঙ্গাইল দিঘুলিয়া মরহুমার বাবার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি তার স্বামী, এক মেয়ে ,শাশুড়ি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা সোমবার সকাল ১১ টায় টাঙ্গাইলের দিঘুলিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।  জানাযায়  উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  মরহুমার ২য় জানাজা বাদ জোহর তার স্বামীর বাড়ি কালিহাতী পৌরসভার সিলিমপুর কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা, কালিহাতী প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ  তোফাজ্জল হোসেন তুহিন, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, কালিহাতী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান মৃদৃল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান, কামরুল হাসান মিয়া, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, আতোয়ার রহমান, সাধু সংঘের সাধারন সম্পাদক রেজাউল করিম তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার কয়েক শতাধিক ব্যক্তি বর্গ। 

এসময় সমবেদনা জানান কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাশ পবিত্র, ক্রীড়া সম্পাদক সুমন ঘোষ, সাধুসংঘের সভাপতি হরিমোহন পাল, সাধু শ্রীদাম ভৌমিক, সাধু বনস্পতি মজুমদার প্রমুখ। 

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগতেছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.