নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা, মেয়ে ও নাতি নিহত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়া রেললাইনের অরক্ষিত রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার কদমতলীর গারট্ট গ্রামের হামিদ মিয়ার ছেলে তায়েবুল(৪৭) তার মেয়ে তাহমিনা (২৫) ও তাহমিনার ছেলে তাওহিদ (২)।বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে যাচ্ছিল। এ সময় রেললাইনের হাতিয়া অরক্ষিত রেল ক্রসিং দিয়ে একটি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।