কা‌লিহাতী কামাক্ষামোড় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কা‌লিহাতী কামাক্ষামোড় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কা‌লিহাতী কামাক্ষামোড় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কা‌লিহাতীতে গাড়ির চাপায় অজ্ঞাত আমিনুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কা‌লিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কা‌লিহাতী  কামাক্ষামোড় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
কা‌লিহাতী কামাক্ষামোড় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিহত আমিনুল ইসলাম উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের ময়সের উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানায়, আমিনুল মহাসড়ক সংলগ্ন উপজেলার জোকারচর এলাকার এক‌টি বেকারি থেকে রুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন পণ্য কিনে এনে তা স্থানীয় বাজারগুলোতে বিক্রি করে। বুধবার বাড়ি থেকে মোটরসাইকেলে জোকারচর এলাকায় যাওয়ার সময় কামাক্ষামোড় পৌঁছালে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার পরিবার এসে মৃতদেহ নিয়ে যায়।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মায়ের জানাযায় অংশ নিতে পারেনি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু

নিজস্ব প্রতিবেদক :প্যারোলে মুক্তি না পাওয়ায় মায়ের জানাজায় অংশ নিতে পারেনি সাবেক উপমন্ত্রী ও বিএনপির …

Leave a Reply

Your email address will not be published.