খাদ্যগুদামে ধান দিয়ে স্বস্থিতে ঘাটাইলের প্রান্তিক চাষী

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি

ঘাটাইল খাদ্যগুদামে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকারীভাবে ধান কেনা শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষকরা কৃষি কার্ড প্রদর্শন করে গুদামে ১০৪০ টাকা মন দরে ধান দিচ্ছে। এতে কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে।গুদামে ধান দিতে আসা উপজেলার শেখ শিমুল গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, বাজারে ধানের মূল্য কম। এ সময় ২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পেরে অনেকটাই স্বস্থি পা্িচ্ছ। জানতে চাইলে ঘাটাইলের ভার প্রাপ্ত খাদ্য গুদাম কর্ম কর্তা জাহাঙ্গির আলম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। যে সরকার কৃষকদের জন্য ভাবেন, কৃষকরা যেহেতু বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না সে জন্য প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান ক্রয়ের যে উদ্যোগ নিয়েছেন এটা আসলেই প্রশংসনিয়। ধান সংগ্রহের আগে আমরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে কৃষকদের সাথে মত বিনিময় করেছি।তাদেরকে সচেতন করে এসেছি। কিভাবে ধান দিতে হবে তার নিয়ম গুলো অবহিত করেছি।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের মনোহরা বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের মনোহড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব …

Leave a Reply

Your email address will not be published.