গাজীপুরের পূবাইলে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইলে ২৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ৪১নং ওয়ার্ডের বসুগাঁও ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্নি আক্তার(৩২) রেজাউল সরকার (৩৬)। রেজাউল পূবাইলের ৪১নং ওয়ার্ডের আবুল কাশেম সরকারের ছেলে।পুলিশ জানায়, এ দম্পতি সাত বছর আগে বিয়ে করেন। স্ত্রীর মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট এনে পূবাইলের বিভিন্ন এলাকায় বিক্রি করেন রেজাউল।পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে দুজনকে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.