নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের গোপালপুরের বিভিন্ন ইউনিয়নের ৬০ জন গ্রাম্য পুলিশ সদস্যকে মোবাইল ফোন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । রোববার (৮ ডিসেম্বর) থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খসরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হাই, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মোমেন, কমিউনিটিং পুলিশিং এর সভাপতি এইচএম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, ওসি তদন্ত কাইয়ুম খান সিদ্দিকী, রফিকুল ইসলাম মুকুল, এস এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বলেন, গোপালপুরে শান্তি বজায় রাখতে, গ্রাম্য পুলিশ অগ্রণী ভূমিকা রাখবে। গ্রাম্য পুলিশের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে মিলে সাহায্য করবো। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গোপালপুর থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।