নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির হত দরিদ্রদের জন্য দশটাকা কেজি দরের চাল খোলা বাজারে বেশি দামে বিক্রি করার অভিযোগে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েলের ওএমএসের ডিলারশিপ বাতিল করে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সে গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সোমবার দুপুরে উপজেলার মির্জাপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র্যাব ১২ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত উপজেলার মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে ডিলার মেহেদী হাসান জুয়েলকে উক্তচালসহ হাতেনাতে ধরেন।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমান আদালত বসিয়ে একলক্ষ টাকা জরিমানাসহ তার ডিলারশীপ বাতিল করেন।