গোপালপুরে গণধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে গণধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাগুজিআটা গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতভর ধর্ষণ করে করে আজ মঙ্গলবার ভোরে মোহনপুর ঘাটে এসে ফেলে রেখে যায়।

অভিযুক্তরা একই গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম, আব্দুর রশিদের ছেলে এনামুল, মুনছুর আলীর ছেলে জালাল, আব্দুল খালেক, শুক্কুর আলীর ছেলে আলতাব হোসেন।
ধর্ষণের শিকার কলেজ ছাত্রী জানায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাগুজিআটা গ্রামের শফিকুল ইসলাম ও এনামুল রাস্তায় যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করতো।

জানা যায়, সোমবার সন্ধ্যায় সে স্থানীয় মোহনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা শফিকুল, এনামুল, জালাল, খালেক, আলতাব হোসেন তার মুখ বেঁধে নৌকায় তুলে শফিকুলের বাড়িতে নিয়ে যায়। সেখোনে একটি ঘরে আটকে রেখে তারা ৫ জনে মিলে রাতভর মেয়েটিকে ধর্ষণ করে। পরে ভোরে নৌকাযোগে মোহনপুর ঘাটে এসে ফেলে রেখে যায় তাকে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা ভুক্তভোগী। বর্তমানে মেয়েটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.