নিজস্ব প্রতিবেদক : গোপালপুর উপজেলার দক্ষিণ মান্দিয়া গ্রামে বিশিষ্ট ঠিকাদার আলহাজ¦ হেকমত আলীর উদ্যোগে করোনা ভাইরসের কারণে অসহায় দরিদ্র কর্মহীন ৪’শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এতে ছিল চাল, ডাল, আলু ও সাবান। একই ব্যক্তির উদ্যোগে ঝিনাই নদীর উপর দক্ষিণ মান্দিয়া গ্রামে ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে ২শ ৫ফুট দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করা হয়।

এ সেতুর নির্মাণের ফলে এলাকার লক্ষাধিক মানুষ নদী পারাপারে সুবিধা ভোগ করবে। গতকাল রবিবার বিকেলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির এ ত্রাণ বিতরণ ও ব্যাক্তি উদ্যোগে নির্মিত সেতুর উদ্বোধন করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।