নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে মার্বেল খেলাকে কেন্দ্র করে পাঁচ বছরের এক শিশুকে ব্লেড দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের হাবিবের ছেলে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের শামসুলের ছেলে সুজনকে আটক করা হয়েছে। সুজনকে অপ্রাপ্ত বয়স্ক দাবি করা হলেও তার বয়স সম্পর্কে সুনিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার নিহত শিশু তাদের বাড়ির অদূরে একটি সেচপাম্পের পাশে ফাঁকা স্থানে মার্বেল খেলতে যায়। এসময় খেলা নিয়ে ঝগড়া লাগে।
‘‘একপর্যায়ে সুজন নিহত শামীমকে উপর্যুপরি ব্লেড দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়। পরে সুজন নিহত শিশুর মরদেহ পাশের ধানখেতে লুকিয়ে রাখে।’’
সন্ধ্যার পর শামীম ঘরে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পরিবার। রোববার দুপুরের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।