ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ;

নিজস্ব প্রতিবেদক ঃ ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ। কুয়াশায় দৃষ্টি সীমা তিরিশের নীচে নেমে আসায় টোলপ্লাজার সবকটি লেন বন্ধ রাখা হয়েছে।

সোমবার(১৭ ফেব্রুয়ারি ) ভোর ৫টা থেকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ রাখা হয়। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এর আগে ঘন কুয়াশায় সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় সেতু কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহন করে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারনে ভোর ৫টা থেকে টোলপ্লাজা বন্ধ রাখা হয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশা কাটলে সকাল ৯ টার দিকে টোল প্লাজা খুলে দেওয়া হয়।পরে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু করে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.