লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ঘাটাইল গলফ ক্লাবে তিনদিন ব্যাপী সেনা কল্যাণ সংস্থা কাপ গলফ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ঘাটাইল গলফ ক্লাব ও সেনা কল্যাণ সংস্থা যৌথ আয়োজনে শনিবার ( ৯ নভেম্বর) সকালে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এ সময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদ, পরিচালক কর্নেল এস এম জাহিদ হাসানসহ বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তা ও গলফার ও তাদের পরিবারবর্গ। টুর্নামেন্টে ঘাটাইল, ঢাকা, সাভার, যমুনা ও ময়মনসিংহ সহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়ার, জুনিয়ার, লেডি এবং নিয়মিত গলফারসহ সর্বমোট ১২৩ জন গলফার অংশ গ্রহন করেন।