নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে বজ্রপাতে জামাল মিয়া (৫০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (০৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

উপজেলার আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার শাহজাহান জানান, বগাজান গ্রামের রুস্তম আলীর ছেলে জামাল মিয়া বুধবার বিকালে বাড়ির পাশে কাজ করছিলেন। সন্ধ্যায় পতিত জমিতে খড়ের পালা দেওয়ার সময় বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।