নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে লোকেরপাড়া ইউনিয়নের নেতা কর্মিরা।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে লোকেকরপাড়া ইউনিয়ন বিএনপি‘র উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।পদযাত্রাটি লোকেকরপাড়া ইউনিয়নের পাঁচটিকড়ী গ্রামের সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।এ সময় বক্তরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। সমাবেশে বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল ও অন্যান্য অংঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।