লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের খন্দকার লিয়াকত আলীর বাগানের গাছের সাথে শত্রুতা করে রাতের অন্ধকারে গাছ কর্তন করেছে দূস্কৃতিকারীরা ।

রোববার (২৬ এপ্রিল)রাতে কোন এক সময় এ ঘটনা ঘটায় দূস্কৃতিকারীরা। বাগান মালিক খন্দকার লিয়াকত আলী বলেন, সোমবার সকালে গিয়ে দেখি আমার জমির পাশে লাগানো প্রায় ৪০-৫০ টি কালেক্টর, অাকাশমনি ও বাদামি গাছ রাতের অন্ধকারে কেটেছে আমি জানি না আমারতো কারো সাথে কোন শত্রুতা নেই।যাঁরা এই কাজ কর্তন করেছে আল্লাহ যেন তাঁদের বিচার করে।