নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিমাঞ্চল লোকেরপাড়া গ্রামের আলহাজ্ব হাফেজ মাওলানা আনিসুর রহমান (রাহি:)মাদরাসা হাফিজিয়া মুহাম্দাদিয়া ও নুরানী শাখার ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠান হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন মাদরাসা মুহাম্দাদিয়ার পরিচালক শায়খ হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন হজ্ব গ্রুপের স্বত্বাধিকারী (অনার্স মদিনা বিশ্ববিদ্যালয়) শায়খ হাফেজ মাওলা আব্দুল্লাহ আল মামুন।বিশেষ অতিথি হিসেবে ববক্তব্য রাখেন এ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাস,গালা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নজরুল ইসলাম (বিএসসি), আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম তালুকদার তারা,সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ খেজুর,সাংবাদিক ইব্রাহীম ভূঁইয়া প্রমূখ।এছাড়া অন্যানের মধ্যে মহিলা সদস্য মোছা: কোহিনুর বেগম,বিশিষ্ট সমাজ সেবক খন্দকার আ:বাসেত, আনোয়ার হোসেন ভূঁইয়া,সাবেক শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, আব্দুল কাফি মিয়া,খন্দকার আকবর হোসেন, বোরহান তালুকদারসহ অভিতাবক,শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবছর প্রথম সাময়িক পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকার করা বিভিন্ন ক্যাটাগরিতে ৬৪ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয় এবং সর্বোচ্চ মেধাবী একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দিয়ে ভুষিত করা হয়।এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদরাসার শিক্ষক ও লোকেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম শায়খ হাফেজ মাওলানা খায়রুল ইসলাম।