ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়ার দয়াকান্দী এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে একটি মেহগনি গাছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি ওই গাছে ঝুলিয়ে রেখেছে।

স্থানীয়রা জানান, সকালে পাকুটিয়ার দয়াকান্দী এলাকায় মেহগনি গাছের সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘাটাইল থানার এসআই আপেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যার পর লাশটি ঐ গাছে ঝুলিয়ে রাখা হয়েছিলো। ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।