ঘাটাইলে অঞ্চল ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ


ঘাটাইল প্রতিনিধি:
ইংরেজীভীতি দুুর এবং ইংরেজী বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষে আর্ন্তজাতিক সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে অঞ্চল ভিত্তিক ওয়ার্ডমাস্টার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ঘাটাইল সিডিপির মিটিং রুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় মৌলভীবাজার,সখিপুরও ঘাটাইল সিডিপির ৩৮জন প্রতিযোগী অংশ গ্রহন করেন।

জাতীয় পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগীতায় অংশ গ্রহণ করার জন্য এদের থেকে ৮ জনকে মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হয়। পরে এই ৮জন প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম,মৌলভীবাজার সিডিপির এ্যাডুকেশন অফিসার জুয়েল বিশ্বাস ও সুখিপুর সিডিপির এ্যাডুকেশন অফিসার মো.জাকির হোসেন রাজু, একে বাংলা স্কুলের ইংরেজী শিক্ষক মিজানুর রহমান মিজান,সখিপুুুর আশা স্কুলের প্রধান শিক্ষিকা জাকিয়া শারমিন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার বর্মন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.