ঘাটাইল প্রতিনিধি, ঘাটাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখল মুক্ত অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় ঘাটাইল পৌরসভার কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়ক, কলেজ রোডের বিভিন্ন অবৈধ স্থাপনা, সাইনবোর্ড, বিলবোর্ড, চায়ের দোকান, ফলের দোকান এবং পুরাতন কাপড়ের দোকানসহ কমপক্ষে শতাধিক দোকান গুড়িয়ে দেয়া হয়।