ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ওয়ান হেলথ প্রোগ্রামের’- কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি- সমাবেশ করেছে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ও অন্যান্য সহযোগী সংগঠন ।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী শুর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসস্টশনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র মো.শহীদুজ্জামান খান ভিপি শহীদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যগ্ন- আহŸায়ক মাসুদুর রহমান আজাদ, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হেস্টিং,সাবেক যুগ্ম-আহŸায়ক মোতালিব হোসেন, সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, মিতালী গ্রæপের ব্যবস্থাপক পরিচালক সৈয়দ এহসান আব্দুল্লাহ মিথুন উপজেলা যুবলীগের আহŸায়ক সয়োরার আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোহাম্মদ সানা, লোকের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাব্বর হোসেনসহ, ঘাটাইল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢোলবাদ্য সহকারে র্যালিতে অংগ্রহণ করেন। এসময় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।