লোকাল নিউজ ডেস্ক ঃজ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যূতের ভয়াবহ লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলা জেলায় পুলিশের গুলিতে নিহত শহীদ নূরে আলম এবং আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে ঘাটাইলে আগামী ২৬ অগাষ্ট বিকেল ৩টার বিক্ষোভ সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ অগাষ্ট) বিকেল ৫টায় বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা বিএনপির অাহবায়ক সিরাজুল হক ছানা।প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সন্মানিত সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা বিএনপির সদস্য সচিব অালহাজ্ব বেল্লাল হোসেন। সভায় উপজেলা,ইউনিয়ন, বিএনপির ও অঙ্গসংগঠনের অাহবায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।