নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা দেওপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সদস্য ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদের সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ মে ) সকালে দেওপাড়া গন উচ্চ বিদ্যালয়ে মাঠে দেওপাড়া ইউনিয়ন ৯ ওয়ার্ডের এক হাজার পরিবার হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।দেওপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মজিবুর রহমান বিএসসি, সাইদুর রহমান রফিক, সাংগঠনিক সম্পাদক বাবু সুজন দত্ত, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, দেওপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মতিন মিয়া, যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন,যুবলীগ নেতা হারুন, ছাত্রলীগ নেতা আইয়ুব, সুমন সিকদার পারভেজ প্রমুখ।