ঘাটাইলে আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘাটাইল প্রতিনিধি:
আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বহুল আলোচিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

‘সত্যের সন্ধ্যানে প্রতদিন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঘাটাইল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. শামসুল হক,সরকারী জি.বি.জি. কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো.আজহারুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মো. রুহুল আমীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ.খ.ম. রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ, জেলা কৃষকলীগের সহসভাপতি এডভোকেট শফিকুল ইসলাম দুুুলাল, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর হোসেন বাবু, যুগ্ম আহবায়ক এস এম শোয়েব রানা, জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম খান, অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাজাহান আলী সরকার, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি ও জনতা ব্যাংকের ম্যানাজার শামছুল হুদা চৌধুরী, পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও আমার সংবাদের ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ, মহিলা কাউন্সিলর রওশন আরা রুবী, মোসা. রাশিদা বেগম, ঘাটাইল যুগান্তর প্রতিনিধি খান ফজলুর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক মো. মাসুম মিয়া, ক্রিয়া সম্পাদক মো.মনোয়ার হোসেন সোহেল, দৈনিক আমার সংবাদের ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক সংবাদ পত্রিকার ঘাটাইল সংবাদাদাতা গোলাম মোস্তফা। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া সাংবাদিক ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক আমার সংবাদ আরও এগিয়ে যাবে। দৈনিক আমার সংবাদের আরও সফলতা কামনা করেন উপস্থিত অতিথিরা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেকরপাড়া ইউনিয়নে বিএনপি‘র পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল(বিএনপির) ঘোষিত দেয়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published.