আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি: “বহুভাষার স্বাক্ষরতা,উন্নত জীবনের নিশ্চয়তা”- এ শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুর ১২টায় গুডনেইবারস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম আলোচনা সভার সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১নং দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সিনিয়ল সহাকারী শিক্ষকা সোনা মনি খানম,ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সমবায় সমিতির সভাপতি শাহিদা খাতুন প্রমুখ । এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১শত মা অভিভাবকরা উপস্থিত ছিলেন ।অনুষ্ঠান পরিচালনা করেন,গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার ।
এর আগে সকালে গুডইেবারস বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালী বের হয় র্যালী টি শালিয়াজানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।