ঘাটাইলপ্রতিনিধি , ঘাটাইলে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের পিপি এ্যাডভোকেট এস আকবর খান।

শুত্রবার (২২ মে) সকাল ১১টায় ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে ১৫০ জন দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, আতব চাউল প্যাকেটজাত দুধ এবং সাবান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান আজাদ, পৌর কমিশনার রুবি হোসেন, শিক্ষক অর্চনা পাল,বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান,সাবেক কমিশনার মো.আফজাল হোসেন খান, জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব ও ঘাটাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো.দুলাল মিয়া প্রমুখ।