ঘাটাইলে করোনা জনসচেতনতায় মাইক হাতে দিন রাত মেয়র শহিদুজ্জামান খান

আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণরোধে জনসচেতনতা বাড়াতে মাইক হাতে প্রচারণা চালাচ্ছেন ঘাটাইল পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক শহিদুজ্জামান খান ভিপি শহীদ । দেশের এই দুর্যোগপুর্ণ সময়ে পৌরবাসীকে করোনা বিষয়ে সচেতন করতে ও কর্মহীন ঘরে থাকা পরিবার গুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন ।

মাইক হাতে পৌর মেয়র শহীদুজ্জামান খান

ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়ন ১টি পৌরসভা নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউ কেউ করোনা সংক্রমণের ভয়ে নিরাপদ আশ্রয়ে থাকলেও ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান দেশে করোনা প্রদুভার্ব দেখা দেওয়ার সাথে সাথেই সরকারী নির্দেশনানুযায়ী জনসচেতনা সৃষ্টি সামাজিক দুরত্ব নিশ্চিত করে যার যার ঘরে অবস্থান করার জন্য তার পৌর এলাকায় জনসচেতনামুলক প্রচার প্রচারণা চালিয়েছেন প্রাথমিক পর্যায়ে তিনি প্রচার প্রচারনার জন্য নিজেই মাইকিং, লিফলেট,হ্যান্ড বিল বিতরণ করেছেন এবং প্রবাসী ফেরত বাড়ির মানুষদের হোমকোয়ারাইন্টাইন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া সহ ঐসব বাড়িতে লাল প্রতাকা উড়িয়ে দিয়ে ও স্টিকার লাগিয়ে অন্যজনসাধারণকে ঐ সব বাড়িতে যাতায়াত না করার আহবায়ন জানিয়েছেন। এছাড়াও এলাকার প্রতিটি গ্রাম মহল্লা মসজিদ স্কুল কলেজ রাস্তা ঘাট হাট বাজারে জীবনুনাশক স্প্রে করেন। প্রতিটি মসজিদ মন্দির হাটবাজারের হাত ধোয়ার সাবান সরবরাহ অভ্যাহত রেখেছেন। মানুষের নিরাপত্তার জন্য নিজ অর্থে কয়েক হাজার মাস্ক বিতরণ করেন। তাছাড়াও ঘাটাইল বাজার হাটের সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য স্থানান্তর করে নিয়মিত মনিটরিং করছেন। এলাকায় জনসমাগম কে নিরোতসাহিত করতে নিরলস ভাবে প্রতিদিন গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন । তার এলাকার কর্মহীন ঘরে থাকা মানুষদের মধ্যে কেউ যেন অনাহারে না থাকে সে জন্য সকলের খোজ খবর রাখাসহ সরকারী সাহায্য ঘরে ঘরে নিজে উপস্থিত থেকে পৌছে দিচ্ছেন। সরকারী সহায়তার আওতায় ক্ষতিগ্রস্থ সবাইকে আনতে না পারায় তিনি ব্যক্তিগত তহফিল থেকে পৌরসভার সহস্রাধিক পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। নিজের জীবনে ঝুকি নিয়ে জনসার্থে প্রতিদিন সকাল ৮টায় হতে গভীর রাত পর্যন্ত পৌরসভা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। এইসময় কোন গ্রামে কোন মৃত সংবাদ পেলে ছুটে যাচ্ছেন এবং জানাযায় অংশ নিচ্ছেন। তাছাড়াও করোনার আক্রান্ত ব্যক্তিদের দাফন ও সতকারের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করে সেচ্ছাসেবকদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন। মেয়র শহীদুজ্জামান খান জনহিতকরন কর্মকান্ডে এলাকায় ব্যপক প্রশংসা কুড়িয়েছেন ঘাটাইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষ বলতে শুরু করেছেন প্রতিটি জনপ্রতিনিধি যদি শহীদুজ্জামান খান ভিপি শহীদের মতো হতেন তবে বাংলাদেশ সোনার বাংলায় পরিনত হতো। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বাড়াতে প্রায় এক মাস ধরে পৌর সভার বিভিন্ন রাস্তাঘাটে, গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় হাতে মাইক নিয়ে ছুটছেন মেয়র শহীদ্জ্জুামান খান । শুধু মাইকিং নয়। হতদরিদ্র ও দুস্থ পরিবারের লোকজনের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সমাগ্রী,মাস্ক ও সাবান। প্রচার করছেন, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়। মেয়র শহিদুজ্জামান খান বলেন, ছাত্র অবস্থা থেকেই জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি। জনসাধারণের প্রতিটি দুর্যোগে পাশে থাকার চেষ্টা করেছি। এখন জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। জনসচেতনতা বাড়াতে পারলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। তাই এ প্রচেষ্টা। নিজে বাঁচতে প্রতিবেশীকে সচেতন করা আবশ্যক তাই সবাইকে সাধ্যমত জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। তার প্রচারণার প্রশংসা করে সুধিজন সব জনপ্রতিনিধি ও বিত্তবানকে দেশের আসন্ন দুর্যোগ মুহূর্তে এভাবে এগিয়ে আসা ও বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার আহবানও জানাচ্ছেন তিনি ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ঘাটাইল বিএনপি‘র আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি‘র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি …

Leave a Reply

Your email address will not be published.