ঘাটাইল প্রতিনিধিঃ-সারা বিশ্বে করোনার থাবায় সমস্ত কিছু বন্ধ থাকার কারনে, শ্রমিকের সংকট থাকায় মঙ্গলবার দুপুরে টাঙ্গইলের ঘাটাইল উপজেলায় দেউপাড়া ইউনিয়নের শরাসক গ্রামে যুগিয়াটেঙ্গর মৌজায় ৩নং ওয়ার্ডের রুস্তম আলী ও আব্দুল মালেকের জমির ধান কেটে দিলেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান।

স্থানীয় সংগঠন মানুষ মানুষের পাশে উদ্যোগে ধান কাটার সময় উপস্থিত ছিলেন জিজিবি সরকারী কলেজের শিক্ষক আ.ন.ম ফজলুল কাদের রতন সংগঠনের সভাপতি মোঃ রিপন তালুকদার, প্রধান সহযোগি মোঃ শাহিনুর রহমান রেজা তালুকদার, ঘাটাইল পৌরসভার কাউন্সিরল শেখ মোহাম্মদ কবীর আহমেদ,উপজেলা যুবলীগের সদস্য মোঃ তুষার আহমেদ,উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমনি খান, সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, সাবেক সাংসদের এপিএস মোঃ আসিফ সিদ্দীক,৭১টিভি দৈনিক দেশরুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি,এমএ রাজ্জাক,যুগান্তর উপজেলা প্রতিনিধি খান ফজলুর রহমান,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রবিউল আলম বাদল,আমার সংবাদ প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ।